চট্টগ্রামে ১১৪ নমুনায় ৮ জনের করোনা শনাক্ত

0

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১৪টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ০১ শতাংশ। এ সময়ে করোনা আক্রান্ত কেউ মারা যায়নি।

সোমবার (২৯ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনাগুলো পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বিআইটিআইডি ল্যাবে ৬ জনের নমুনা পরীক্ষায় ১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ২০ জনের নমুনা পরীক্ষায় ১ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৬ জনের নমুনার মধ্যে ২ জন, শেভরনে ১৮টি নমুনার মধ্যে ১ জন, আরটিআরএলে ৪ জনের নমুনায় ২ জন, ইপিক হেলথ কেয়ারে ১২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়।

আক্রান্তদের ৮ জনই নগরের বাসিন্দা। নগরের এখন পর্যন্ত ৯৩ হাজার ৮৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের, ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
জেএন/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM