রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

0

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের রাউজান অংশে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন আরোহী।

আজ রবিবার (২৮ আগস্ট) উপজেলা পৌরসদরের ৯ নং ওয়ার্ডস্থ বাইন্যা পুকুর এলাকায় ট্রাকের ধাক্কায় এ হতাহতের ঘটনাটি ঘটে।

নিহত মোটর সাইকেল আরোহীর নাম মো. সাজ্জাদ। সে রাউজান উপজেলার ৫নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল সালামের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান। তিনি বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

তাছাড়া একই ঘটনায় আহত এক মোটর সাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বললেন এ পুলিশ কর্মকর্তা।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM