চট্টগ্রামে নতুন আরো ৫ জনের করোনা শনাক্ত

0

চট্টগ্রামে প্রাণঘাতী করোনায় ভাইরাসের বিষে নতুন করে আরো ৫ জন আক্রান্ত হয়েছে। শনাক্তের হার ৩.৩৫ শতাংশ। তবে একই সময়ে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।

আজ শনিবার (২৭ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গেল ২৪ ঘন্টা সময়ের মধ্যে চট্টগ্রাম নগরীর ৮টি ল্যাব ও এন্টিজেন টেস্টে মোট ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরীর দুজন এবং উপজেলা পর্যায়ে দুজনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৭২৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৮৩৩ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

তাছাড়া মহামারীর শুরু থেকে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মোট এক হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM