রাঙামাটিতে নিরাপদ সড়ক দিবস পালিত

‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ পালিত হয়েছে।

- Advertisement -

এ উপলক্ষে রাঙামটি বিআরটিএ দপ্তরের আয়োজনে ও রাঙামাটি জেলা প্রশাসনের সহায়তায় সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ হতে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি জেলা প্রশাসন অফিস প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

- Advertisement -google news follower

পরে জেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় রাঙামাটি জেলা প্রশাসনের এডিএম মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।

প্রধান অতিথি বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক বলেন, দুর্ঘটনা এড়াতে চালক এবং হেলপারদের নিয়ে সচেতনতামূলক বৈঠকে বসতে হবে। মূল সড়কের পাশে যদি অবৈধ স্থাপনা থাকে তা দ্রুত সরিয়ে নিতে হবে। সাধারণ মানুষেরও সড়ক আইন মেনে চলা জরুরি।

- Advertisement -islamibank

উপস্থিত ছিলেন বিআরটিএ পরির্দশক মো. শফিক উল ইসলাম, সাংবাদিক সুনীল কান্তি দে, চট্টগ্রাম মোটর মালিক সমিতির সভাপতি মঈন উদ্দীন সেলিম, জাতীয় ইমাম সমিতির সভাপতি এবিএম তোফায়েল উদ্দীন, প্রকৌশলী আবু মুসা, এএসপি মো. জাহাঙ্গীর হোসেন, রাঙামাটি টিটিসি’র মোটর ড্রাইভিং বিভাগের ইনস্ট্রাক্টর মো. জামান হোসেন প্রমুখ।

জয়নিউজ/রপ্তদীপ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM