বিজয়নগরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট

0

রাজধানীর পল্টনের বিজয়নগরে হোটেল একাত্তরের গলিতো একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার পর ওই ভবনে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, এদিন সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বিজয়নগরের একটি ভবনে আগুন লাগার সংবাদ পাই। ওই ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের তেরোটি ইউনিট কাজ করছে। প্রথমে ছয়টি ইউনিট পাঠানো হয়। পরে আরও সাতটি বাড়ানো হয়।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা হতাহতের কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

জেএন/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM