ম্যানুয়াল দাখিলা প্রদান পর্যায়ক্রমে সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ ভূমিমন্ত্রীর

সারাদেশে ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় পর্যায়ক্রমে ম্যানুয়াল দাখিলা প্রদান সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

- Advertisement -

তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২২-’২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীরর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা (মাসিক) সভায় এই নির্দেশ দেন।

- Advertisement -google news follower

এ সময় তিনি ভূমি উন্নয়ন কর ব্যবস্থা বিধি-বিধানে প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব আনার ব্যবস্থা গ্রহণ করতেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেন।

আগামী বছরের জানুয়ারি মাস নাগাদ সারাদেশে ভূমি উন্নয়ন কর ব্যবস্থায় ম্যানুয়াল দাখিলা প্রদান বন্ধ করে ডিজিটাল দাখিলা প্রদান করার ব্যবস্থা করা সম্ভব হলে ভূমি সংক্রান্ত দুর্নীতি অনেকাংশে কমে যাবে বলেও মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -islamibank

এছাড়াও স্বচ্ছতা আনা ও জাল-জালিয়াতি রোধে জমির খতিয়ানের সঙ্গে পার্সেল ম্যাপ সংযুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশ দেন ভূমিমন্ত্রী।

এজন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালককে ভূমি অটোমেশন প্রকল্পে ভৌগোলিক তথ্য ব্যবস্থা সংযুক্ত করার নির্দেশ দেন ভূমিমন্ত্রী। পার্সেল ম্যাপ হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সংযুক্ত করে দাগ-ভিত্তিক ভূ-সম্পদ ম্যাপ।

সভায় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) প্রদীপ কুমার দাসসহ ভূমি মন্ত্রণালয় ও আওতাভুক্ত দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM