থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

0

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচাকে সরকারী দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন দেশটির সাংবিধানিক আদালত।

আজ বুধবার প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচার আট বছর দেশ শাসনের মেয়াদের আইনগত বাধ্যতা পর্যালোচনা করার জন্য একটি আবেদনের শুনানির সিদ্ধান্ত নেওয়ার পর তাঁকে বরখাস্ত করা হয়।

খবরে বলা হয়, বিরোধী দলগুলোর একটি আবেদনের প্রতিক্রিয়ায় সাংবিধানিক আদালত আশ্চর্যজনক এ পদক্ষেপ নিলেন।

এখন উপ-প্রধানমন্ত্রী প্রবিত ওংসুওয়ান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।

ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, শুনানিতে ৯ জন বিচারকের মধ্যে ৫ জন বিচারক তাকে দায়িত্ব থেকে সরানোর পক্ষে ভোট দেন। আর প্রধানমন্ত্রীর পক্ষে ভোট দেন ৪ জন বিচারক।

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বোন ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে উৎখাত করে প্রায়ুথ চান-ওচা ২০১৪ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটির ক্ষমতায় বসেন। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ পুরোপুরি তাঁর সামরিক জান্তার অধীনে।

জেএন/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM