জেলা পরিষদের ভোট ১৭ অক্টোবর

0

দেশের ৬১টি জেলা পরিষদের ভোটগ্রহণ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। জেলা পরিষদ নির্বাচনের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা জানান।

তিনি বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ব্যালট পেপারে ভোটগ্রহণের দাবি জানায়।

জেএন/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM