সবাইকে সড়ক আইন মেনে চলতে হবে : জেলা প্রশাসক

‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’-এই স্লোগানকে সামনে রেখে নগরে নিরাপদ সড়ক দিবস-২০১৮ পালিত হয়েছে।

- Advertisement -

সোমবার (২২ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের উদ্যোগে ষোলশহর ২ নম্বর গেট¯’ শপিং কমপ্লেক্স থেকে শোভযাত্রা বের হয়ে নগর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেয় বাংলাদেশ পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

- Advertisement -google news follower

পরে এলজিইডি মিলনায়তনে আলোচনা সভা চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসহুদুল কবীরের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী মো. মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন। জেলা প্রশাসক বলেন, শুধু চালকরা সচেতন হলে চলবে না। পথচারীদেরও সচেতন হতে হবে। গাড়ির নিয়মিত ফিটনেস ঠিক রাখতে হবে। চালকদের প্রশিক্ষণ নিতে হবে। চালকদের সড়কে প্রতিযোগিতার মনোভাব পরিহার করতে হবে। সবাইকে সড়কে আইন মেনে চলতে হবে।

- Advertisement -islamibank

তিনি জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়ার জন্য বিআরটিএকে নির্দেশ দেন।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক প্রকৌশলী মো. শহীদুল্লাহ, সওজ চট্টগ্রামের নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. আলী আহম্মেদ খান, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক -উত্তর) ওয়াহিদুল হক চৌধুরী, নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম সভাপতি এস এম আবু তৈয়ব, চট্টগ্রাম জেলা পরিবহন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অলি আহম্মদ, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ।

জয়নিউজ/কাউছার/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM