চট্টগ্রামে একদিনে করোনা সংক্রমণ হার ৩ দশমিক ১০ শতাংশ

0

চট্টগ্রামে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। গেল ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ৩ দশমিক ১০ শতাংশ।

তবে এসময়ের মধ্যে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে কারো মৃত্যু হয়নি। আজ মঙ্গলবার (২৩ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া করোনা মহামারির দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাব ও এন্টিজেন টেস্টে ১২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৪ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু ধরা পড়ে।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৮ হাজার ৭০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৩ হাজার ৮১৭ জনই শহরের বাসিন্দা। বাকি ৩৪ হাজার ৮৮৫ জন বিভিন্ন উপজেলার।

অন্যদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভারাসে সংক্রমিত হয়ে ১ হাজার ৩৬৭ জন মারা গেছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের এবং বাকি ৬৩০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM