ফ্রিজে বাসি খাবার, জরিমানা দিল চন্দনাইশের নোঙ্গর রেস্তোঁরা

 চন্দনাইশ নোঙ্গর নামে একটি রেস্তোঁরায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

রবিবার (২১ আগস্ট) রাতে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

- Advertisement -google news follower

অভিযানের সময় দেখা যায় বিক্রির জন্য এ রেস্তোঁরার ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করা আছে। তাছাড়া ভ্রাম্যমান আদালত রেস্তোঁরাটির লাইসেন্স দেখতে চাইলেও দেখাতে পারেনি কতৃপক্ষ। এজন্য রেস্তোঁরাটিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গালিব চৌধুরী জানান, লাইসেন্স না থাকা, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার রাখা এবং রান্না করা বাসি সবজি ফ্রিজে রাখার দায়ে নোঙ্গর রেস্তোঁরাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

- Advertisement -islamibank

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM