পূর্বের মজুরিতেই কাজের সিদ্ধান্ত চা শ্রমিকদের

চা শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিক নেতারা। এর আগে গতকাল রোববার রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে চা শ্রমিক নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন মজুরির ঘোষণা আসার আগ পর্যন্ত বৈঠকে আগের মজুরিতেই কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

- Advertisement -

বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম প্রমুখ।

- Advertisement -google news follower

শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সহ-সভাপতি পংকজ কন্দ্র, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা প্রমুখ।

এ সময় প্রশাসন ও শ্রমিক নেতাদের মধ্যে যৌথ সমঝোতার স্বাক্ষর হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার থেকে ১২০ টাকা মজুরিতে শ্রমিকেরা কাজে যোগ দেবেন। প্রধানমন্ত্রী দেশে ফিরে আসন্ন দুর্গা পূজার আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করে চূড়ান্ত মজুরি নির্ধারণ করবেন বলে জানানো হয়েছে। ভরা মৌসুমে চায়ের ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে আপাতত শ্রমিকেরা ১২০ টাকা মজুরিতে কাজ করবেন বলে জানিয়েছেন।

- Advertisement -islamibank

শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে সোমবার থেকে বাগানের কাজ চলবে।’

জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর ওপর সম্পূর্ণ আস্থা রেখে শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহর করেছেন এবং কাজে ফিরবেন। আসন্ন দুর্গা পূজার আগে মজুরি নির্ধারণ করে দেবেন প্রধানমন্ত্রী।’

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM