বেপারি পাড়ায় আগুন

0

নগরের আগ্রাবাদ এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রবিবার (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বেপারি পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসসহ দুই ইউনিটের ৫টি গাড়ি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রেণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এনামুল হক। তিনি বলেন, দমকল বাহিনী এখনো আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পরে বিস্তারিত জানানো হবে।

তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগ্রাবাদ ছোটপোল এলাকার কাউন্সিলর অফিসের পাশের একটি কলোনিতে এ আগুন লাগার ঘটনাটি ঘটে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM