৭৪.৫৫ শতাংশ ফেল চবির ‘সি’ ইউনিটে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ২২২ জন। পরীক্ষায় ২৪ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। ফেল করেছেন ৬ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৭৫ দশমিক ৪৫ শতাংশ।

- Advertisement -

আজ শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে ফলাফল প্রকাশ করা হয়েছে।

- Advertisement -google news follower

ব্যবসায় অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘ফলাফল শুক্রবার (১৯ আগস্ট) রাতেই সম্পন্ন হয়েছে। আইসিটি সেল দুপুর ১২টার দিকে ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করেছে। এতে ২৪ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

প্রসঙ্গত, এবার ‘সি’ ইউনিটের ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১১ হাজার ৬০ ভর্তিচ্ছু। তবে শুক্রবার পরীক্ষায় অংশ নিয়েছেন ৯ হাজার ২২২ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩ দশমিক ৪০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮৩৭ জন।
জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM