বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

0

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামে শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

মৃত্যু হয়েছে ওই গ্রামের কবির হোসেনের ছেলে আকাশ (১০) ও মেয়ে সামিয়ার (৫)।

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন জানান, দুপুরের দিকে কবির হোসেনের দুই সন্তান বাড়ির ছাদে খেলা করছিল। একপর্যায়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। বেশকিছু সময় পর তাদের মা ছাদে গিয়ে দুই সন্তানকে অসাড় অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন দুই ভাই-বোনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, তাদের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

জেএন/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM