চা-বাগানে টিলার মাটিধসে ৪ নারী শ্রমিকের মৃত্যু

0

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের একটি চা-বাগানে মাটিচাপা পড়ে ৪ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছাড়া চা-বাগানের পাশের একটি টিলা থেকে মাটি সংগ্রহের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত নাম-পরিচয় এখনো জানা যায়নি।

চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, সকালে চা-বাগানের কয়েকজন নারী শ্রমিক ঘর সংস্কারের জন্য টিলা থেকে মাটি সংগ্রহ করছিলেন। এ সময় টিলাধসে মাটি চাপা পড়েন তারা। ঘটনাস্থলেই মারা যান চার নারী শ্রমিক।

তিনি জানান, সেখান থেকে এক শিশুসহ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM