হাটহাজারীতে পুকুরে ডুবে যুবকের মৃত্যু

0

হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে জয়নাল আবেদীন বিল্লাল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের আলাওল দিঘি আমির শাহ ফকীর মাজার পুকুর থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত বিল্লাল পৌরসভার ৩নং ওয়ার্ড আজিমপাড়া মরহুম সুরুত মিয়া সওদাগর বাড়ির মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের লোকজন জানায়। নিহত বিল্লাল স্ত্রী ও দুই সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে হাটহাজারী পৌরসভা বাসস্ট্যন্ডের পশ্চিমে বারিপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।

এদিকে বিল্লালের সহকর্মী মো. তৈয়ব (১৫) নামে এক কিশোর বিকাল চারটার দিকে হঠাৎ পুকুরের ‘লাশ’ ভাসতে দেখে স্থানীয়দের নিয়ে পুকুর থেকে লাশ তুলতে গিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে।

কিশোর তৈয়ব নোয়াখালী জেলার সুবর্ণচর থানার পশ্চিম জাহাদমারা গ্রামের আশরাফ আলির পুত্র।

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM