তিন দিনের মধ্যে সড়কের দুপাশের ফুটপাত ছাড়ার নির্দেশ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া মোড় ও সড়কের দুইপাশের অবৈধ দখলকারী ব্যবসায়ীদের ৩ দিনের মধ্যে ফুটপাত ছাড়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মামুন।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (১৮ আগষ্ট) উপজেলার হাওলা ডিসি সড়কের কানুনগোপাড়া এলাকা পরিদর্শনে গিয়ে তিনি তাৎক্ষনিক এ নির্দেশনা দেন।

- Advertisement -google news follower

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, সড়কের কানুনগোপাড়ার মোড়সহ রাস্তায় দু’পাশের স্থানীয় দোকানদাররা অবৈধভাবে ফুটপাত দখল করে তাদের ব্যবসা পরিচালনা করছেন।

এ সড়কটির ফুটপাত দখল করে ফেলায় স্বাভাবিকভাবে হাঁটা চলার জায়গা নেই। এতে যানজটসহ জন দুর্ভোগের সৃষ্টি হচ্ছে।

- Advertisement -islamibank

তিনি জানান, স্যার আশুতোষ সরকারি কলেজের শিক্ষার্থীদের কলেজে আসা যাওয়ায় ভোগান্তির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ দখলদার ব্যবসায়ীদের ৩ দিনের মধ্যে ফুটপাত খালি করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM