অবশেষে শাহজাহান চৌধুরী গ্রেফতার

0

অবশেষে গ্রেফতার হলেন জামায়াত নেতা শাহজাহান চৌধুরী। শুক্রবার (৩ আগস্ট) দুপুরে নগরের খুলশি মুরগি ফার্ম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উত্তর ও বন্দর জোনের যৌথ টিম তাকে গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম জয়নিউজকে বলেন, নগরীর খুলশী এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন অস্ত্র উদ্ধার হয়নি।

তার সাথে আরো ৬ জন গ্রেফতার হয়েছে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছেন। জামায়াতের এই নেতার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় নাশকতা ও বিশেষ আইনে ডজনেরও বেশি উপরে মামলা রয়েছে।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM