বিএনপি এখনো দিবাস্বপ্ন দেখছে : আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি এখনো দিবাস্বপ্ন দেখছে মানুষের খাদ্য চাহিদা পূরণে সরকারের গৃহিত পদক্ষেপ বাস্তবায়নের কারণে বাংলাদেশ আজ খাদ্যে সয়ংসম্পূর্ণ। দেশের খাদ্য চাহিদা পূরণ করে প্রতি বছর লাখ লাখ টন খাদ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে। দেশের মানুষ আজ না খেয়ে দিনাতিপাত করছে এমন কথা শোনাই যায় না। অথচ বিএনপির নেতারা বলে বেড়াচ্ছে দেশে নাকি দুর্ভিক্ষ হবে। দেশ নাকি শ্রীলঙ্কা হয়ে যাবে। বিএনপির নেতাদেরকে বলতে চাই- বিদেশের তল্পিবাহক হয়ে, বিদেশে লবিং করে কোন লাভ হবে না। নির্বাচনে জিততে হলে মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে। মুখের কথায় চিড়ে ভিজে না। মানুষের মাঝে মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করে কিছু হবে না।

- Advertisement -

আজ বৃহস্পতিবার (১৮ আগষ্ট) দুপুরে মুরাদপুর মোড়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিমের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

আ জ ম নাছির উদ্দীন বলেন, মিথ্যা গুজব ছড়িয়ে রাতের আঁধারে ভোট ডাকাতি করে গদিতে বসার সেই সুযোগ আর পাওয়া যাবে না। নির্বাচনে জিততে হলে জনগণের ভোটেই জিততে হবে। বিএনপি এখনো দিবাস্বপ্ন দেখছে। তারা মনে করছে দেশে অস্থিতিশীলতা তৈরি করে, আন্দোলনের নামে হামলা হুমকি দিয়ে দেশের মানুষকে সন্ত্রস্ত করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করবে। আওয়ামী লীগের নিবেদিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে রাজপথে থেকে বিএনপির সকল অপচেষ্টা রুখে দেবে।

অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, থানা আওয়ামী লীগ নেতা রফিউল হায়দার রফি, বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটির সদস্য মামুন চৌধুরী, সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এসকান্দর এসকো, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ারুল ইসলাম বাপ্পী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এসএম খালেদ বাবলু, ইউনিট আওয়ামীলীগ নেতা এসএম আলমগীর, মো. ইদ্রিস, শাকিল মাহমুদ, আকতার ফারুক, অহিদ চৌধুরী মুক্তি, শফিকুল ইসলাম দিলু, জাহেদ,কফিল উদ্দিন, প্রিয়লাল,জাহেদুল আলম, মোহাম্মদ তৌহিদুল আলম, নগর ছাত্রলীগ নেতা মো.রিয়াদ প্রমুখ বক্তব্য রাখেন।

- Advertisement -islamibank

অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
জেএন/এফও

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM