তামিম পেলেন দুবাই সরকারের ‘গোল্ডেন ভিসা’

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দুবাই সরকারের গোল্ডেন ভিসা পেয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তামিম নিজেই নিশ্চিত করেছেন এই খবর।

- Advertisement -

গত ১২ আগস্ট জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফেরে জাতীয় দল। তবে দলের সঙ্গে আসেননি তামিম। ব্যক্তিগত কাজে তিনি সরাসরি চলে যান সংযুক্ত আরব আমিরাতে। সেখানে স্থানীয় এক শিল্পপতির মাধ্যমে দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন দেশসেরা ওপেনার।

- Advertisement -google news follower

সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের সামাজিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোল্ডেন ভিসা প্রদান করে থাকে। এই ভিসা থাকলে নির্বিঘ্নে আমিরাতে ভ্রমণ করা যায়।

তামিমই প্রথম নয়। এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও সংযুক্ত আরব আমিরাতের দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা পেয়েছেন।

- Advertisement -islamibank

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM