চট্টগ্রামে একদিনে শনাক্তের হার বেড়ে ১৪ দশমিক ২৮ শতাংশ

0

চট্টগ্রামে প্রাণঘাতি করোনা ভাইরাস শনাক্তের হারে বড় লাফ দিয়েছে। আগের দিন ৫ দশমিক ৬০ শতাংশ হলেও গেল ২৪ ঘন্টায় শনাক্ত হার বেড়ে দাড়িয়েছে ১৪ দশমিক ২৮ শতাংশে।

এদিন নতুন করে শনাক্ত হয়েছে ৬ জন। এরমধ্যে ৬ জনই মহানগরের বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৮১ জনে।

তবে গেল ২৪ ঘন্টা সময়ে চট্টগ্রামের কোথাও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে চট্টগ্রামে মৃত্যুর সংখ্যা আগের দিনের মতোই ১ হাজার ৩৬৭ জনে অপরিবর্তিত থাকল।

আজ মঙ্গলবার (১৬ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া করোনা মহামারির দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরের ৪টি ল্যাব ও এন্টিজেন টেস্টে ৪২ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যায় ৯৩ হাজার ৭৯৭ জন নগরীর ও ৩৪ হাজার ৮৮৪ জন উপজেলার বাসিন্দা।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM