শোক দিবসে পতাকা টানাতে গিয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু

জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা টানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৫ আগষ্ট) সকালে কিশোরগঞ্জের ইটনা সদর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

- Advertisement -

নিহতরা হলেন- ইটনা সদর ইউনিয়নের নগরহাটি গ্রামের নেপাল কর্মকারের দুই ছেলে বিজয় কর্মকার ও হৃদয় কর্মকার।

- Advertisement -google news follower

স্থানীয় বাসিন্দা উৎপল সাহা বলেন, ‘হৃদয় ও বিজয় আপন দুই ভাই। খাদ্য গুদামের সামনে তাদের হৃদয় অটো হাউজ নামে একটি দোকান রয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে সেই দোকানে স্টিলের পাইপে করে জাতীয় পতাকা টানাতে যান বিজয়। এ সময় দোকানঘরের উপরে থাকা বৈদ্যুতিক তারে স্টিলের পাইপের সংস্পর্শে বিদ্যুতায়িত হন বিজয়। পরে তাকে বাঁচাতে গিয়ে হৃদয়ও বিদ্যুৎতায়িত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান, ইটনা বাজারে নিজের দোকানে বিজয় কর্মকার শোক দিবস উপলক্ষে পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার বড় ভাই হৃদয় কর্মকার ছোট ভাইকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

- Advertisement -islamibank

পরে স্থানীয়রা তাদেরকে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে জানায় ওসি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM