চট্টগ্রামে নতুন ৭ জনের করোনা শনাক্ত

0

চট্টগ্রামে গেল ২৪ ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে নতুন করে ৭ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৭৫ জনে।

তবে আগের দিনের ন্যায় গেল ২৪ ঘন্টাতেও চট্টগ্রাম নগর ও উপজেলা পর্যায়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা আগের দিনের মতো ১ হাজার ৩৬৭ জনে অপরিবর্তিত রয়েছে।

আজ সোমবার (১৫ আগস্ট) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া করোনা মহামারির দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে ।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরের ১০টি ল্যাব ও এন্টিজেন টেস্টে ১২৫ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৩ জন মহানগর এলাকায় এবং ৩ ফটিকছড়ি ও ১ জন রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৬০ শতাংশ। মোট মারা যাওযা ১ হাজার ৩৬৭ জনের মধ্যে নগরের ৭৩৭ জন এবং ৬৩০ জন বিভিন্ন উপজেলার।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×