রাউজানে মধ্যরাতে দুই গোয়ালঘর ফাঁকা করে ৫ গরু চুরি

0

চট্টগ্রামের রাউজানে মধ্যরাতে এক বাড়ির দুই গেরস্থের পৃথক দুটি গোয়াল ঘর থেকে মোট ৫টি গরু চুরি করে নিয়েছে চোরের দল।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকার মনু হাজির বাড়ির ইউসূফ তালুকদারের একটি বাচুরসহ ৪টি ও ননাই মিয়ার ১টিসহ পাঁচটি গরু চুরি হয়।

সিসি টিভির ফুটেজে দেখা যায়, সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা গরুগুলো নিয়ে একটি পিকআপ যোগে নিয়ে যান। গরু ৫টির মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এই প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ‘গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত এক মাসে অর্ধশতাধিক গরু চুরি হয়েছে।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×