বিদ্যুৎ সাশ্রয়ী অভিযানে ২০ মামলায় ৭৬ হাজার টাকা অর্থদণ্ড

নগরে বিদ্যুৎ সাশ্রয়ী চলমান অভিযানে ২০ মামলায় ৭৬ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

শনিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসনের ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

- Advertisement -google news follower

সূত্র জানায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বুবু ওয়ার্ল্ডকে ১০ হাজার টাকা, হল ২৪ এর অধীনে খাজা রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, বেস্ট বাইটকে ৫ হাজার টাকা, তানুন কাবাবকে ৫ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ সুলতান ডাইনকে ১০ হাজার টাকা, সনি শোরুমকে ১০ হাজার টাকা ও লোটো শোরুমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।

- Advertisement -islamibank

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খিসা চারটি মামলায় ১১ হাজার টাকা অর্থদণ্ড দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন একযোগে নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সাশ্রয়ী অভিযান করছেন। এছাড়া চট্টগ্রামের ১৫টি উপজেলায়ও ইউএনও ও এসিল্যান্ডরা মোবাইল কোর্ট পরিচালনা করছেন।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM