দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপার গুরুতর আহত

0

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরাকান সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন।

আজ শনিবার (১৩ আগষ্ট) বিকেল ৪টার দিকে ওই সড়কের রায়খালী ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে দ্রুত গতির দুই ট্রাকের সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়।

এসময় নওগাঁ জেলার মান্দা উপজেলার ট্রাক চালক মোস্তাফিজুর রহমান (৪০) ও অপর ট্রাকের হেলপার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মো.জাহাঙ্গীর (৪০) গুরুতর আহত হন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন জরুরি বিভাগের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিশ্বজিৎ চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পশ্চিম দিক থেকে ছুটে আসা ট্রাকের (চট্টগ্রাম ড ১১-০০২৭) সাথে পশ্চিম দিক থেকে যাওয়া ট্রাকের (ঢাকামেট্রো- ট ১৬-৯৩৩৮) মুখোমুখি সংঘর্ষ হয়।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM