মানহানির মামলায় ব্যারিস্টার মইনুলের জামিন

0

মানহানির মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের ৫ মাসের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। ঢাকা ও জামালপুরের দু’টি মানহানির মামলায় তাকে এ জামিন দেওয়া হয়।

বিচারপতি আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রোববার (২১ অক্টোবর) এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাফি আহমেদ। তার সঙ্গে ছিলেন এম মাসুদ চৌধুরী ও স্বপন দাস।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে তারা এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল করবেন।

 

জয়নিউজ/জুলফিকার

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM