কর্ণফুলীতে যুবককে কুপিয়ে হত্যা

0

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১০ আগস্ট) রাতে কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এ ঘটনা ঘটে।

নিহত মো. নুরুল আনোয়ার (৩৫) জুলধা ইউনিয়নের আনিস তালুকদার বাড়ির মৃত কবির আহমদের ছেলে।

পরিবারের অভিযোগ, প্রতিবেশী জাহাঙ্গীর, আলমগীরসহ তাদের পরিবারের অন্য সদস্যরা নুরুল আনোয়ারকে কুপিয়ে হত্যা করেছে। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহের ময়নাতদন্ত শেষে ঘটনার কারণ অনুসন্ধান করা যাবে।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM