ওমানে সড়ক দুর্ঘটনায় হাটহাজারীর রেমিট্যান্সযোদ্ধা নিহত

0

হাটহাজারীর মোহাম্মদ মোরশেদ (২২) নামে এক রেমিট্যান্সযোদ্ধা ওমানে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত রোববার (৭ আগস্ট) দিবাগত রাতে ওমানের রুয়ি হামিরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাটহাজারীর ধলই ইউনিয়নের পশ্চিম এনায়েতপুর গ্রামের সিকদার পাড়ার হাদু গাজীর বাড়ির মোহাম্মদ মুছার ছেলে মোহাম্মদ মোরশেদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, মোরশেদ গত ছয় বছর আগে ওমান গিয়েছিলেন। এ সময়ের মধ্যে একবারও বাড়িতে যাননি। সামনের বছর তার বাড়িতে যাওয়ার কথা ছিল। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার আর বাড়ি যাওয়া হলো না। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে। তার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

জেএন/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM