হেডফোনে গান শুনতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

0

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সিরাজ ভুইঁয়া রাস্তার মাথা এলাকার রেললাইনে চট্টলা এক্সপ্রের ধাক্কায় সাইফুল নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১০ আগষ্ট) রাত সোয়া আটটার সময় কানে হেডফোন নিয়ে রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। কুমিরা রেল পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত সাইফুলের বাড়ি বাড়বকুণ্ডের ইয়াসিন নগর এলাকায়। সে এলবিয়ন ল্যাবরেটরিজ এ চাকরি করতো বলে জানা গেছে।

জানা যায়, বুধবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইন পার হচ্ছিলেন সাইফুল। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে।

তাছাড়া ধাক্কার সময় রেলের সামনের ইঞ্জিনের হুকের সাথে লেগে থাকায় তাকে টেঁনে হিছড়ে কুমিরা স্টেশনে নিয়ে যায় চট্টলা এক্সপ্রেস। খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাইফুলের লাশটি উদ্ধার করে কুমিরা রেল পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আজিজুল হক। তিনি বলেন, ওই ট্রেনে করেই লাশটি চট্টগ্রামের জিআরপি থানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য : গত মঙ্গলবার রাতে একই জেলার সলিমপুর এলাকায় রেললাইনে বসে গিটার বাজানোর সময় ট্রেনের ধাক্কায় ওমর ফারুক নামে এক যুবক মারা গেছেন।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM