মাছ শিকারে গিয়ে হালদায় ডুবে একব্যক্তির মৃত্যু

0

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল হালদা নদীর নাছির মোহাম্মদ ঘাটে পানিতে ডুবে মামুনুর রশিদ নামে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১০ আগস্ট) সকালে হালদায় হাত জাল নিয়ে মাছ শিকারে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। মারা যাওয়া মামুনুর রশিদ নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দীন মুন্সির বাড়ির মৃত আহম্মদ মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় কাউন্সিলর ছৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হালদা নদীর নাছির মোহাম্মদ ঘাটে হাত জাল নিয়ে বুধবার সকালে মাছ ধরতে যান মামুনুর রশিদ নামে ওই ব্যক্তি।

মাছ ধরতে গিয়ে এক পর্যায়ে তিনি নদীতে ডুবে যান। পরে স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM