চন্দনাইশে ১২২৫ পিস ইয়াবাসহ আটক ১

0

চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২২৫ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।

মঙ্গলবার (১০ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে চন্দনাইশ থানার উপ পরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া মহাসড়কে ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারসা বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামি রফিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার শাল্লা থানার আটগাঁও ইউনিয়নের উজান ইয়ারাবাদ এলাকার মৃত সাবাজ আলীর ছেলে।

ইয়াবাসহ আসামি গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেএন/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM