সরকারি গাড়ির জ্বালানি তেল চুরি চক্রের ৫ সদস্য গ্রেফতার

0

সরকারি কর্মকর্তাদের অফিসিয়াল গাড়ির জ্বালানি তেল চুরি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই তেল জব্দ করা হয়।

রাজধানীর আগারগাঁও থেকে জব্দ করা এসব তেলসহ তাদের গ্রেফতারের তথ্যটি আজ বুধবার (১০ আগস্ট) দুপুরে নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক।

তিনি বলেন, রাজধানীর আগারগাঁওয়ে অভিযান চালিয়ে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের অফিসিয়াল গাড়ির জ্বালানি তেল চুরি চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ চোরাই তেল জব্দ করা হয়।

প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে আজ বিকেলে তেজগাঁও ডিসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM