সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

0

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় ওমর ফারুক নামে ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফারুক ফকিরহাটস্থ ওভারব্রিজের পূর্ব পার্শ্বে কালুশা সিপাহি বাড়ির মৃত শাহ আলমের ছেলে।

আজ মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টার সময় উপজেলার সলিমপুর ওভার ব্রীজের পূর্বপাশে রেললাইনে বসে গিটার বাজানোর সময় দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত ফারুক বাড়ির পাশে রেললাইনে বসে গিটার বাজাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ফৌজদার হাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. জহির বলেন, ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি লাশ চমেক হাসপাতালে রয়েছে।

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×