পটিয়ায় ৬ লাখ টাকার ফেনসিডিল-গাজাসহ আটক ৩

0

চট্টগ্রামের পটিয়া থানার কালুরঘাট-পটিয়া বাইপাস সড়কে ৩৪৯ বোতল ফেনসিডিল ও ১৭ কেজি গাজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

সোমবার (৮ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি মাইক্রোবাস তল্লাশি করে এসব মাদক জব্দ করা হয়েছে।

আটক ৩ জন হলেন, মো. সোহেল (২৭), মো. জয়নাল আবেদীন রাশেদ (৩০) ও শাফায়েত হোসেন (২২)।

মঙ্গলবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্ত এলাকা থেকে বিভিন্ন মাদক সংগ্রহ করে তা চট্টগ্রামের বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে আসছিল।

জেএন/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM