শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ

0

চট্টগ্রাম শাহ আমানতে বিমানবন্দরের রানওয়ে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ রোববার দুপুর আড়াইটা থেকে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৪টার মধ্যে রানওয়ে স্বাভাবিক হয়ে যাবে।

ফরহাদ হোসেন বলেন, ‘বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান অবতরণের পর রানওয়েতে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। এরপর দুপুর ২টা ২৫ মিনিটে রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়। বিকেল ৪টার আগেই রানওয়ে খুলে দেওয়া হবে।’

জেএন/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM