বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাঃ মফিজুর রহমান

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বঙ্গবন্ধু গভীরভাবে মানুষকে ভালোবাসতেন। বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও মুক্তির দূত। বঙ্গবন্ধু শুধু একক ব্যক্তিসত্তা নন, তিনি এক অনন্য প্রতিষ্ঠান। বঙ্গবন্ধু হলেন সর্বজনীন, তাঁর আকাশের মতো বিশাল হৃদয়জুড়ে ছিল মানুষের প্রতি ভালোবাসা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে তারই স্বপ্নের সোনার বাংলা গড়াতে সকলকে আত্মনিয়োগ করতে হবে।

- Advertisement -

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে সংগঠনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত ১০ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

টিসিজেএ সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে টিসিজেএ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক বাবুন পাল, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, এমরাউল কায়েস মিঠু, মোঃ জহিরুল ইসলাম, বাসু দেব, সাইমুন আল মুরাদ, হাসান উল্ল্যাহ, মোঃ পারভেজ রহমান, নাছিরুল আলম, অমিত দাশ, রবিউল হোসেন টিপু, মোহাম্মদ আলমগীর, মোঃ আরশাদ আলী, জেরম গোমেজ রনি, মোহাম্মদ মনসুর, মোঃ নাজিম উদ্দীন, মোঃ ইমরান হোসেন ইমু প্রমুখ।

- Advertisement -islamibank

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মার মাগফেরাত কামনায় যে যার যার ধর্মমতে দাড়িয়ে এক মিনিট নীরবে প্রার্থনা করা হয়।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM