দেশীয় তৈরি চোলাই মদসহ পুলিশের হাতে আটক মাদক কারবারি

0

চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশের অভিযানে হৃদয় দাশ (২০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (৫ আগস্ট) সকালে উপজেলার মিঠাছড়া বাজারে অভিযান চালিয়ে দেশীয় তৈরি ৩০ লিটার চোলাই মদসহ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটক হৃদয় একই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের উত্তর হাইতকান্দি এলাকার অনিল চন্দ্র দাসের ছেলে বলে জানা গেছে।

আটকের তথ্য নিশ্চিত করেছেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন। তিনি বলেন, তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM