প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনেকটা ফেভারিট হিসেবেই সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোববার (২১ অক্টোবর) দুপুর আড়াইটায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ।

- Advertisement -

প্রথম ম্যাচ সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বললেন, ‘অন্য দেশে বিশ্বকাপের মতো বড় আসরের আগে তারা কিছু প্লেয়ারকে দেখে নিতে চায়। তখন তারা জয়-পরাজয়ের চেয়ে খেলোয়াড় তৈরি করে নেওয়ায় বেশি গুরুত্ব দেয়। আমাদেরও মাইন্ড সেটাপে পরিবর্তন আসছে।’

- Advertisement -google news follower

এদিকে জ্বর ও টনসিলের ব্যথার জন্য পেসার রুবেল হোসেনের খেলা কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। কন্ডিশন বিবেচনায় সাইফউদ্দিন বা নাজমুল ইসলাম অপু দলে সুযোগ পেতে পারেন। লিটন দাসের সঙ্গে ওপেন করতে পারেন নাজমুল ইসলাম শান্ত। ওয়ান ডাউনে কে খেলবেন তা এখন বলা মুশকিল। ইমরুল কিংবা মিথুনই হতে পারেন বেস্ট চয়েস।

এছাড়া অন্য দিনের মতোই থাকবে ব্যাটিং অর্ডার। বল হাতে অধিনায়ক মাশরাফির সঙ্গী হবেন মোস্তাফিজ। প্রয়োজনের তাগিদে মিরাজকেও দেখা যেতে পারে নতুন বলে।

- Advertisement -islamibank

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাজমুল ইসলাম শান্ত, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন/নাজমুল ইসলাম অপু।

 

জয়নিউজ/শহীদ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM