রাঙ্গুনিয়ার শিক্ষানুরাগী এম এ তাহেরের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের কৃতি পুরুষ বিশিষ্ট শিক্ষানুরাগী পূর্ব কোদালা এম এ তাহের উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আজীবন দাতা আলহাজ্ব এম এ তাহের (৬৩) ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

- Advertisement -

শুক্রবার (৫ আগস্ট) সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি— রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

- Advertisement -google news follower

সমাজ হিতৈষি ও শিক্ষানুরাগী এম এ তাহেরের মৃত্যুর সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রাঙ্গুনিয়ার সন্তান তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, এলাকাবাসীর সেবায় আত্মনিয়োগের এক উজ্জ্বল দৃষ্টান্ত এম এ তাহের শিক্ষা ও সামাজিক কাজে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

জেএন/কেকে

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM