চলন্ত বা‌সে ধর্ষণ ও ডাকা‌তি, রাজা মিয়া‌ ৫ দি‌নের রিমান্ডে

0

টাঙ্গাই‌লে ঈগল পরিবহনের একটি চলন্ত বা‌সে গনধর্ষণ ও ডাকা‌তির ঘটনায় গ্রেপ্তার হওয়া ডাকাত দ‌লের সদস্য রাজা মিয়া‌র পাঁচ‌ দি‌নের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্প‌তিবার (৪ আগস্ট) বি‌কে‌লে টাঙ্গাইল সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যাজি‌স্ট্রেট আদাল‌তের বিচারক বাদল কুমার চন্দ এই রিমান্ড মুঞ্জুর ক‌রেন।

এর আ‌গে মামলার তদন্তকারী কর্মকর্তা মধুপুর থানার পু‌লিশ প‌রিদর্শক (তদন্ত) মো. মুরাদ হো‌সেন সাত‌ দি‌নের রিমান্ড আ‌বেদন ক‌রে আসামিকে কো‌র্টে পাঠান।

টাঙ্গাইল কোর্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহ‌মেদ জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা সাত‌ দি‌নের রিমান্ড আ‌বেদন ক‌রলে আদাল‌তের বিচারক পাঁচ‌ দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন।

জেএন/কেকে

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM