এসিল্যান্ডকে ঘুষ দিতে গিয়ে ধরা যুবক : জরিমানা দিয়ে মুক্ত

0

মামলা না করে সরাসরি নামজারির ফাইল বাতিল করে আর একজনের নামে নামজারি করার আবদার নিয়ে সীতাকুণ্ড এসিল্যান্ড অফিসে এসেছিলেন মো. তরিকুল হাসান নামে এক যুবক।

এজন্য তিনি অনৈতিকভাবে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমকে ঘুষ দিতে চেয়েছেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘুষ দেওয়ার অপরাধে তরিকুল হাসানকে তাৎক্ষনিক আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা নিয়ে ভবিষ্যতে আর কোন দিন এ কাজ করবেনা বলে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জরিমানা দেওয়া যুবক তরিকুল হাসান উপজেলার কুমিরা ইউনিয়নের মুন্না মেম্বারের বাড়ির মো. নুরছাফার ছেলে।

এ বিষয়ে ভূমি কর্মকর্তা আশরাফুল আলম বলেন, বুধবার সকালে ভূমি অফিসের বাহিরে গণশুনানি চলাকালে এক যুবক অনৈতিক কাজ নিয়ে আসে। কাজটি অবৈধ বলে তাকে ফিরিয়ে দিলে সে ঘুষ দেওয়ার প্রস্তাব দেয়। এসময় তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভবিষ্যতে এ এধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন মর্মে মুচলেকা প্রদান পূর্বক তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM