হাটহাজারীতে ফের ব্যাটারি ও চার্জার জব্দ

অটোরিকশা গ্যারেজে অভিযান

0

হাটহাজারী পৌরসভায় দুইটি অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ৪৮টি ব্যাটারি এবং ১০টি চার্জার জব্দ করা হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত মেডিকেল গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযানে অংশ নিয়ে ইউএনওকে সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

ইউএনও মো. রুহুল আমীন মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, যানজট নিরসনসহ জননিরাপত্তার কথা বিবেচনা করে ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা গ্যারেজগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ও শুক্রবার দুই দিনে পৌরসভার ৯টি অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়ে ২৩২টি ব্যাটারি এবং ৮৮টি চার্জার জব্দ করেন ইউএনও।

 

জয়নিউজ/শহীদ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM