পটিয়া মুন্সেফ বাজারে ঝাঁঝ বেড়েছে কাঁচা মরিচে

0

কাঁচামরিচের ঝাঁজে গরম হয়ে উঠেছে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাটবাজারগুলো। সবজির দামেও স্বস্থি নেই। ১৮০ থেকে দুইশ টাকা ছুঁয়েছে কাঁচামরিচের কেজি। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

আজ বুধবার (৩ আগস্ট) সকালে সরেজমিনে পটিয়া মুন্সেফ বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবচেয়ে বেশি যে সবজিটির দাম বেড়েছে তা হলো কাঁচামরিচ।

বিক্রেতারা জানায় বেশকিছু দিন থেকে কাঁচামরিচের দাম বেড়ে গেছে। এর আগে ১২০-১৫০ টাকা বিক্রি হলেও আজ বাজারে কাঁচামরিচ প্রতি কেজি ১৮০ থেকে ২শ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির দামও রয়েছে বৃদ্ধির তালিকায়। প্রতি কেজি বেগুন ৫০, ঢেঁড়স ৪০, কাঁচা পেঁপে ৩০, মিষ্টি লাউ ৪০, আলু ২৮, কচুরবই ৩০ ও পটল ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মুন্সেফ বাজারের সবজি বিক্রেতা আজিজ মিয়া বলেন, আজ কাঁচামরিচের কেজি ২শ টাকা। কেনা বেশি তাই বিক্রিও বেশি। বাজার করতে আসা সৃষ্টি দে বলেন, শুধু কাঁচামরিচের দাম বেশি নয়। সবধরনের তরকারির দামিই বেশি।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM