পটিয়া মুন্সেফ বাজারে ঝাঁঝ বেড়েছে কাঁচা মরিচে

কাঁচামরিচের ঝাঁজে গরম হয়ে উঠেছে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাটবাজারগুলো। সবজির দামেও স্বস্থি নেই। ১৮০ থেকে দুইশ টাকা ছুঁয়েছে কাঁচামরিচের কেজি। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

- Advertisement -

আজ বুধবার (৩ আগস্ট) সকালে সরেজমিনে পটিয়া মুন্সেফ বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবচেয়ে বেশি যে সবজিটির দাম বেড়েছে তা হলো কাঁচামরিচ।

- Advertisement -google news follower

বিক্রেতারা জানায় বেশকিছু দিন থেকে কাঁচামরিচের দাম বেড়ে গেছে। এর আগে ১২০-১৫০ টাকা বিক্রি হলেও আজ বাজারে কাঁচামরিচ প্রতি কেজি ১৮০ থেকে ২শ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির দামও রয়েছে বৃদ্ধির তালিকায়। প্রতি কেজি বেগুন ৫০, ঢেঁড়স ৪০, কাঁচা পেঁপে ৩০, মিষ্টি লাউ ৪০, আলু ২৮, কচুরবই ৩০ ও পটল ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

- Advertisement -islamibank

মুন্সেফ বাজারের সবজি বিক্রেতা আজিজ মিয়া বলেন, আজ কাঁচামরিচের কেজি ২শ টাকা। কেনা বেশি তাই বিক্রিও বেশি। বাজার করতে আসা সৃষ্টি দে বলেন, শুধু কাঁচামরিচের দাম বেশি নয়। সবধরনের তরকারির দামিই বেশি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM