কক্সবাজারে চিরকুট লিখে পর্যটকের আত্মহত্যা

0

কক্সবাজার একটি গেস্ট হাউসে চিরকুট লিখে কাউসার (২৬) নামের এক পর্যটক আত্মহত্যা করেছেন। এসময় কক্ষটি থেকে একটি চিরকুট পাওয়া যায়। এতে তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেছেন ওই পর্যটক।

মঙ্গলবার (২ আগস্ট) রাত ১০টার দিকে শহরের দি আলমে নামে ওই গেস্ট হাউসে ৪০৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। মৃত কাউসার নামের ওই ব্যক্তি জয়পুরহাটের বাসিন্দা বলে জানা গেছে।

গেস্ট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, কাউসার গতকাল দুপুর থেকে এই হোটেলে অবস্থান করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, ওই ব্যক্তি বিষাক্ত ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি। তার কাছ থেকে বেশ কয়েকটি চিরকুট উদ্ধার করা হয়। যেখানে তিনি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি।

জয়নিউজ/পিডি

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM