মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু

0

চট্টগ্রামের মিরসরাই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিসু রানী কলি নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ মঙলবার (২ আগষ্ট) সকাল আটটা দশ মিনিটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী লরির ধাক্কায় তার মৃত্যু হয়।

নিহত কলি নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সে পশ্চিম খৈয়াছড়া সূর্যমোহনের মেয়ে বলে জানা গেছে।

নিজামপুর কলেজের প্রফেসর স্বাগতম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পরপর মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন ঘটনাস্থলে পৌঁছে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থান নিয়েছেন।

দুর্ঘটনার ঘটনা নিশ্চিত করে তিনি বলেন নিহতের নাম পলি দেবনাথ এবং এই কলেজের এইসএসসি পরীক্ষার্থী। মিরসরাই থানা পুলিশ লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেএন/পিআর

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM