আইয়ুব বাচ্চুর আবক্ষমূর্তি নির্মাণের দাবি

0

জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে:  প্রয়াত জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর নামে নগরের বৌদ্ধ মন্দিরের সামনের মোড়ে আবক্ষমূর্তি নির্মাণের দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম।

শনিবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় আইয়ুব বাচ্চুর জানাযার নামাজের পূর্বে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

শাহ আলম বলেন, চট্টগ্রাম তার প্রিয় একজন পুত্রকে হারিয়েছে। আমরা আশা করবো চট্টগ্রাম সিটি করপোরেশন দেশের এ জনপ্রিয় সঙ্গীত শিল্পীর প্রতি সম্মান প্রদর্শন হিসেবে ডিসি হিল বৌদ্ধ মন্দিরের সামনের মোড়টি আইয়ুব বাচ্চুর নামে নামকরণ এবং তার আবক্ষ মূর্তি স্থাপন করবে।

তিনি শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) মাত্র ৫৬ বছর বয়সে আইয়ুব বাচ্চু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে আসে। দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারবাদক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।

জয়নিউজ/শহীদ

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM