হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ জনের প্রাণহানি

0

দিনদুপুরে হাসপাতালে ভয়াবহ আগুন লেগে শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ জনের প্রাণহানি ঘটেছে। একই ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।

আজ সোমবার (১ আগস্ট) দুপুরে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের জব্বলপুরে নিউ লাইফ মাল্টিস্পেশ্যালিটি নামের একটি বেসরকারি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

জব্বলপুরের চিফ সুপারিন্টেন্ড অব পুলিশ বলেন, অগ্নিকাণ্ডটি ভয়াবহ ছিল। তবে আমরা আগুন পুরোপুরি নেভাতে পেরেছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

এ ঘটনায় মৃত্যুবরণ করা প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ রুপি দেওয়া হবে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান। সূত্র: এনডিটিভি

জেএন/পিআর

আরও পড়ুন
লোড হচ্ছে...
×